মোঃ মোক্তার হোসাইন:নারায়ণগঞ্জ সোনারগাঁ
জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেছেন সোনারগাঁয়ে আমিই সর্ব প্রথম সহবস্থানের রাজনীতি শুরু করেছি। গত সাড়ে ৯ বছর কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিনি। মুক্তিযুদ্ধের স্বপক্ষের ভালো মানুষদের নিয়ে এই সোনারগাঁয়ে অনেক উন্নয়ন করেছি। আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ,এ কারণে আজকে বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন জাতীয় পার্টিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি গঠন করছি। জাতীয় পার্টি একটি জনপ্রিয় রাজনৈতিক দল। প্রয়াত পল্লীবন্ধু এরশাদের হাতে গড়া জাতীয় পার্টি ৯ বছরের শাসনামলের অনেক ইতিহাস আছে।
জাতীয় পার্টি একটি নির্বাচনমূখী রাজনৈতিক দল। সোনারগাঁয়ে জাতীয় পার্টি শক্তিশালী করার লক্ষ্যে সকল অঙ্গ সংগঠনের কমিটি গঠন করা হবে।
জাতীয় পার্টি সোনারগাঁ উপজেলার নেতৃবৃন্দ সকল ভালো কাজে সহযোগিতা করবে। জাতীয় পার্টি সোনারগাঁ উপজেলা হবে সারা বাংলাদেশের একটি মডেল হিসেবে দেখাতে হবে এটাই আপনাদের কাছে আমার একমাত্র চাওয়া ।
পেরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত কর্মী সভায় ২নং ওয়ার্ড ইউপি সদস্য মো. বদরুজ্জামান বধুর সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে জামপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড জাতীয় পার্টি কর্মী সন্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য এসব কথা বলেন।