স্টাফ রিপোর্টার – বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ আঞ্চলিক হিসাব দপ্তর ( পিডিবি) উঃ কার্যালয়টি ঘুষ দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিনত হয়েছে। জানা যায়, পিডিবির বিভিন্ন বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে প্রতিমাসে লাখ, লাখ টাকার ভুয়া বিল বিল পাশ করা হয়। উপ পরিচালক তপন চন্দ্র দও কমিশন নিয়ে ভুয়া বিল পাশ করে থাকে। এছাড়াও উক্ত অফিসে জ্বালানি তেল, কম্পিউটার মেরামত, পর্দা ক্রয়, আসবাবপত্র সরবরাহ দেখিয়ে কয়েক লক্ষ টাকা পকেটে তুলেছে উপ পরিচালক।
উপ পরিচালক তপন চন্দ্র দও পুর্বে বাতিরকল অফিসে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে ভয়াবহ জাল জালিয়াতির অভিযোগ রয়েছে।
পরবর্তীতে দেশ ও জনস্বার্থে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।