প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইঞ্জিঃমাসুম

192


মোঃ মোক্তার হোসাইন:নারায়ণগঞ্জ সোনারগাঁ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নদী দখল করে বালু ভরাট করছেন চেয়ারম্যান মাসুম শীর্ষক শিরোনামে নারায়ণগঞ্জ ক্রাইম নিউজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকার সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানী লিমিটেডের বিদ্যুৎ স্টেশনের নির্মাণ কাজ পায় যুবলীগ নেতা সামসুজ্জামান সামসু ও তার ছেলে।

কাজ পাওয়ার পর মেঘনা নদীর পাড়ে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নির্দেশনা থাকলেও তারা মেঘনা নদীতে জেটি তৈরীর অযুহাতে বড় বড় কয়েকটি কার্গো জাহাজের মাধ্যমে ইট, পাথর বালু দিয়ে মেঘনা নদীর একাংশ দখল করে ব্যবসা পরিচালনা করছেন।
বিষয়টি আমি জানার পর স্থানীয় প্রশাসন ও সংবাদকর্মীদের পাঠিয়ে নদী ভরাটের প্রতিবাদ জানিয়েছি।

কিন্তু ভুলবসত আমি মেঘনা নদীর একাংশ দখল করে বালু ভরাট করছি এ বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হওয়ায় রাজণৈতিক,সামাজিক ও ব্যক্তিগতভাবে আমার সুনাম ক্ষুন্ন হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি তারা যেন বিষয়টি খোঁজখবর নিয়ে প্রকৃত ব্যক্তিদের চিহিৃত করে।