২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

114

মোঃ মোক্তার হোসাইন:বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জ বন্দর

নারায়ণগঞ্জের বন্দরে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের টিআই (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ ইব্রাহিম।
এর আগে বৃহস্পতিবার (৮ জুন) রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ফেনী সদরের পলেশ্বর এলাকার মোঃ মিন্টুর ছেলে মোঃ শিপন (২০) একই থানার সুলতানপুর এলাকার আনোয়ার মিয়ার ছেলে
মোঃ মিলন (২০)।
এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের টিআই (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ ইব্রাহিম জানান, গাজীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও নারায়ণগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের জিলানীর দিক নির্দেশনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আটকদের হাতে থাকা ৩টি ব্যাগের ভিতর রক্ষিত মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।