সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় হেলপারের মৃত্যু

227

মোঃ মোক্তার হোসাইন:নারায়ণগঞ্জ সোনারগাঁ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে টিপরদী এলাকায় মধুমতি ফিলিং স্টেশনের সামনে ট্রাকের ধাক্কায় মোঃ মেহেদী হাসান নামে এক ট্রাক হেলপার নিহত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় মেহেদী হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হেলপার মেহেদী হাসান রাজশাহী জেলার চারঘাট থানা মেরামতপুর গ্রামের জেনারেলের ছেলে।
ট্রাক চালক সুমন মিয়া জানান, রাজশাহী থেকে ট্রাকে আম ভর্তি করে চাঁদপুর যাচ্ছিলেন তারা। পথে সোনারগাঁয়ের টিপরদী এলাকায় মধুমতি ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাক ওভারটেকিং করার সময় তার ট্রাকের হেলপারের শরীরে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সোনারগাঁ থানায় অবগত করা হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক( তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, মহাসড়কের টিপরদী এলাকায় ট্রাকের ধাক্কায় হেলপার নিহতের ঘটনায় ঢামেক থেকে অবগত করেছেন। প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।