সোনারগাঁয়ে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

218

মোঃ মোক্তার হোসাইন:নারায়ণগঞ্জ সোনারগাঁ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭)জুন বিকেলে উপজেলার মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।

জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আশরাফুল ভূইয়া মাকসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব আলী জাহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁ আসনের সংসদ লিয়াকত হোসেন খোকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির প্রধান উপদেষ্টা ডালিয়া লিয়াকত, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি ও বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, আবু তালেব চৌধুরী জিসান, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এম এ জামান, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেওয়ান উদ্দিন চুন্নু, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মোঃ সিরাজুল হক ভূইয়া, সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আবুল হাসেম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বৈদ্যের বাজার ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মোহাম্মদ আলী মেম্বার, বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আমীন হোসেন মেম্বার, পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, মোঃ এমরান ভূইয়া, মেরাজুল ইসলাম রিপন, মোঃ মাসুম ভূইয়া, জাতীয় মহিলা পার্টির সোনারগাঁ উপজেলা আহবায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, যুগ্ম আহবায়ক হনুফা আক্তার মিতু, নাসরিন আক্তার পান্না, সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার,, জাতীয় যুবসংহতি সোনারগাঁ উপজেলা আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু।

জাতীয় পার্টির জামপুর ইউনিয়ন যুগ্ম আহবায়ক ও জামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মোতালিব ভূইয়া, নুরে আলম শাহীন, মোঃ মনির মেম্বার, বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির সরকার, সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লা মেম্বার, মোঃ নাছির উদ্দীন মেম্বার, বদিউজ্জামাল বধু মেম্বার, মোঃ সানাউল্লাহ মেম্বার, জাতীয় মহিলা পার্টির নেত্রী শিল্পী মেম্বার, জরিনা মেম্বার, হাসিনা বেগম, জাতীয় যুবসংহতি নেতা আশরাফুল ইসলাম, সাইফুল ইসলাম, মোঃ শাহ আলম ভূইয়াসহ জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।