ডিসি নারায়ণগঞ্জ,অপ-সাংবাদিকতা প্রতিরোধে ব্যবস্থা নিন

229

মোঃ মোক্তার হোসাইন : নারায়নগঞ্জ জেলা তথা সোনারগাঁ উপজেলায় অপ-সাংবাদিকতা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য নারায়নগঞ্জ জেলা প্রশাসককে আহবান জানিয়েছেন অপরাধ বিচিত্রার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক সুলতান মাহমুদ। সেই সাথে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম (সুমন) এবং পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত মোঃ আহসান উল্লাহকেও আহব্বান করা হয়েছে।

জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন এর নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক সুলতান মাহমুদ অপ-সাংবাদিকতা প্রতিরধে সাংবাদিক ও সংগঠনের সকলের সহায়তা কামনা করেন।

সাংবাদিকতা পেশাকে কলংকিত করে নারায়নগঞ্জে তথা সোনারগাঁয়ের কিছু সাংবাদিক মাদক ব্যবসা, জমি দখলদারি, দুদক ও ডিবি পরিচয়দানকারী চাদাবাজী, স্টিকার ব্যবসা, গ্যাস চোরদের সহয়তা, তেল চোরদের সহয়তা বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। নারায়ণগঞ্জ জেলা তথা সোনারগাঁয়ের উপজেলার এই অপসংবাদিকতা প্রতিরোধে জরুরিভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান করা হল।

সাংবাদিক সুলতান মাহমুদ বলেন,”অনতিবিলম্বে দালালরা সাংবাদিকতা ছাড়ুন, আর সাংবাদিকরা দালালি ছাড়ুন।” তিনি আরও বলেন, নারায়নগঞ্জ জেলা প্রশাসক অপ-সাংবাদিকতা বন্ধে ব্যবস্থা নিয়ে আপনার নাম নারায়ণগঞ্জবাসীর তথা সোনারগাঁ বাসির নিকট স্বর্রনাক্ষরে রেখে যাবেন বলে আশা করে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি।