মোঃ মোক্তার হোসাইন: সোনারগাঁ
কিছু কিছু রাক্ষসে সিনিয়র শিক্ষিত সাংবাদিক আছে,
যারা কথায় কথায় জুনিয়র সাংবাদিকদের ভূয়া সাংবাদিক বলে।
মনে হয় ঐ সকল সিনিয়র সাংবাদিকেরা মায়ের পেট থেকে প্যান্ট টাই পরে,সাংবাদিকতা শিখে সিনিয়র হয়ে
জন্মগ্রহণ করেছিলেন। ঐ সকল সিনিয়র সাংবাদিক ভাইদেরকে বলি, মনে রাখবেন বা মনে রাখা ভালো
আপনিও আপনারা ও একদিন কারো কাছে জুনিয়র ছিলেন। কিন্তু সময়ের পরিক্রমায় আজ আপনারা সিনিয়র হয়েছেন, কিন্তু আপনাদের মাঝে এখনো অহংকার দাম্ভিকতা রয়ে গেছে, বিশেষ করে সোনারগাঁয়ের সিনিয়র সাংবাদিক ভাইদের কে বলছি।
আপনারা সোনারগাঁয়ের জুনিয়র সাংবাদিকদের মূল্যায়ন করেন না বা স্নেহ করেন না, তাহলে সোনারগাঁয়ের জুনিয়র সাংবাদিকরা কি শিখবে কাদের কাছ থেকে শিখবে, এখনো সময় আছে মন থেকে অহংকার দাম্ভিকতা দূর করুন, আপনারা সিনিয়র সাংবাদিক ভাইয়েরা যদি জুনিয়রদের মূল্যায়ন বা স্নেহ না করেন, তাহলে আপনারও আগামীতে মূল্যায়ন বা সম্মান পাবেন না, মনে রাখবেন সিনিয়র সাংবাদিক ভাইয়েরা, প্রতিটি মানুষ প্রতিটি জায়গায় তার যোগ্যতাই আসে,কারো দয়া বা করোনা ভিক্ষায় আসে না, আমাদের সোনারগাঁও এর সিনিয়র ভাইদের মনে যে অহংকার, তাদের এই অব মূল্যায়নের জন্য তারাই যথেষ্ট। যদি আমাদের জুনিয়রদের আপনারা স্নেহ না করেন, তাহলে আপনারা সিনিয়র আমাদের কাছ থেকে সম্মান আশা করিয়েন না, এখনো সময় আছে জুনিয়রদেরকে সম্মান এবং স্নেহ করার,
আশা করি যারা শিক্ষিত সিনিয়র সাংবাদিক ভাইয়েরা আছে তারা বিষয়টি বুঝতে পারবেন।
ধন্যবাদ সকল সিনিয়র সাংবাদিক ভাইদেরকে।