সোনারগাঁয়ে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বনার্ঢ্য র‍্যালি ও আলোচনা সভা 

155

মোঃআশরাফুল ইসলামঃ নানা কর্মসুচির মধ্যদিয়ে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বনার্ঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৩ জুন শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে প্রথমে দলীয় নেতাকর্মীরা সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করেন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কাটা হয় কেক ও বের করা হয় আনন্দ শোভাযাত্রা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.সামসুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার,সাবেক জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,সাধারন সম্পাদক আলী হায়দার,উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,নারায়ণগঞ্জ জেলা সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি হাজ্বী শাহ মোহাম্মদ সোহাগ রনি,কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, মোগড়াপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন বাবুল হোসেন, বৈদ্যোর বাজার ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার,সাবেক চেয়ারম্যান মাহবুব সরকার,সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দীন সাবু,এ্যাড. নুর জাহান, রফিকুল হায়দার বাবু,অ্যাডভোকেট ফজলে রাব্বি, যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, মোহাম্মদ হোসাইন প্রমুখ।

এছারা আরোও সভায় উপজেলা আ.লীগ ও তার সহসযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।