সফিকুল ইসলাম ইমাম:
সোনারগাঁ উপজেলা জামপুর ইউনিয়নের তালতলা কোরবানীর পশুর হাটের ইজারাদার আলামিনকে হত্যা হুমকি ও অপহরনের অভিযোগ পাওয়া গেছে।
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটি সদস্য রাজাকার নুরুল ইসলাম গরুচোরার পোলা সামসুল আলমের নেতৃত্বে আলামিনকে অপহরন করে হত্যার চেষ্ঠায় ব্যর্থ হয়ে তালতলা পশুর হাট পন্ড করে দেওয়া হয়েছে বলে জানা যায়। আলামিন যদি পশুর হাট করতে যায় তাকে প্রানে মেরে ফেলার হুমকি দেয় রাজাকার পোলা সামসু।
এব্যাপারে আলামিন বাদী হয়ে সোনারগাঁ থানায় সামসুল আলম গ্যংদের বিরোদ্ধে অভিযোগ দায়ের করে। আলামিন জানায়, গরুচোরার পোলা সামসুল জামপুরের যুবলীগের সাধারন সম্পাদক ও দলের নাম ভাংগির চাদাবাজি, ভুমি দখল করে, জনগনকে ভয় দেখিয়ে কৃষি জমির মাটি কেটে নিচ্ছে সে রাজাকারের পুলা। অবৈধ টাকার বিনিময়ে উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটিতে নাম লিখিয়েছে গরুচোরার ও রাজাকারের পোলা সামসুল।
একাধিকবার তার ব্যবহৃত ফোনে কল দিলে তাকে পাওয়া যায়নি।
জামপুরের যুবলীগের সভাপতি বলেন, “সে রাজাকারের পোলা ও গরুচোরের পোলা তার মত লোককে প্রস্তাবিত কমিটিতে স্হান দিয়ে আওয়ামী লীগকে কলন্কিত করেছে। এই মুহুর্তে তাকে দল থেকে বহিস্কার করা হোক।”
জামপুর ইউনিয়নের চেয়ারম্যান বলেন, “তালতলায় হাট বসেনি, কেবা কারা হাট বসতে দেয়নি আমি জানিনা, আমি হাট ডাক দিয়েছিলাম, আইনি জটিলতার কারনে আমি তা পাইনি। যদি কেউ বাধা দিয়ে থাকে, তাকে আইনের আওতায় আনা হোক।”