সময়ের চিন্তা নিউজ –
মোঃ মোক্তার হোসাইন:নারায়ণগঞ্জ সোনারগাঁ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকায় বৃদ্ধের গলায় অস্ত্র ধরে ৪টি অটো রিকশা (মিশুক) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রাতে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। ছিনতাইয়ের সাথে জড়িত থাকায় আল আমিন নামের একজনকে এলাকাবাসী আটক করে সোমবার দুপুরে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ ওই ছিনতাইকারীকে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন।
জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকার শারীরিক প্রতিবন্ধী মোঃ হাসান আলী ৮০ ও তার বড় ছেলে মোঃ আনোয়ার হোসেন শারিরীক প্রতিবন্ধী হওয়ায় হাঁটা চলা করতে পারেন না। ফলে বাড়ির পাশে মুদি দোকান ও অটোরিক্সার গ্যারেজ ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।
গত শনিবার রাতে মসলন্দপুর এলাকার সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্যরা তার দোকানে হানা দেয়। এসময় ঘুমন্ত অবস্থায় মোঃ হাসান আলীকে হাত পা বেঁধে গলায় ধারালো ছুরি ধরে গ্যারেজে থাকা ৪টি অটোরিকশা (মিশুক) নগদ ১৬ হাজার টাকার সিগারেট নিয়ে যায়।
ভূক্তভোগী হাসান আলী জানান, আমার দোকানে ছিনতাইয়ের উদ্দেশ্যে আসে একই এলাকার জামানের ছেলে আল আমিন, শফিকের ছেলে জিতু, ও নুরুল ইসলামের ছেলে জহির। তখন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। হাত পা মুখ বেঁধে ও গলায় ধারালো অস্ত্র ধরে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এক পর্যায়ে হারুনের ছেলে হৃদয়, ইলিয়াসের ছেলে সেলিমসহ আরো ৩-৪ জন ছিনতাইকারী গ্যারেজ থেকে চারটি অটোরিকশা ও দোকানের সিগারেট নিয়ে যায়। পরে ডাক চিৎকারে আশেপাশে লোকজন এসে আমাকে উদ্ধার করে। ওই চক্রের সদস্য আল আমিনকে এলাকাবাসী আটক করে পুলিশে সোর্পদ করে। আল আমিন ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (ওসি)তদন্ত মোঃ আহসান উল্লাহ বলেন, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে, এক আসামীকে আটক করে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাকিদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত আছে ।