নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

188


মোঃ মোক্তার হোসাইন: সোনারগাঁ

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে অলিপুরা এলাকায় নদীতে গোসল করতে নেমে সিয়াম নামের (১৫) বছরের এক কিশোর নিখোঁজ হয়েছে।
সিয়াম একই উপজেলার নাজিরপুর মগবাজার এলাকার মৃত হোসেনের ছেলে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে অলিপুরা ব্রীজের নিচে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে পানির শ্রোতে তলিয়ে যায় সিয়াম।এসময় তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে আত্মীয় স্বজন ও ফায়ার সার্ভিসকে জানায়। পরে ফায়ার সার্ভিসের সদস্য নদীতে ৩টা পর্যন্ত তল্লাশি চালিয়েও নিখোঁজ সিয়ামকে পাওয়া যায়নি।