মোঃ মোক্তার হোসাইন: সোনারগাঁ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩
সোনারগাঁ আসন থেকে নৌকার মনোনয়নের জন্য লড়বেন সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত ও উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য মাহফুজুর রহমান কালাম। আবদুল্লাহ আল কায়সার হাসনাত ও মাহফুজুর রহমান কালাম দুই জনে সর্ম্পকে বিয়াই হোন। কায়সার হাসনাত মাহফুজুর রহমান কালামের বড় মেয়ের উকিল শশুর।
জানাগেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রার্থী একাধিক থাকলেও তাদের মধ্যে অন্যতম প্রার্থী ছিলেন আওয়ামীলীগের মনোনীত সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত। কায়সার হাসনাত ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন নৌকার মনোনয়ন পেলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০১৩ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হোন সাবেক এমপি কায়সার হাসনাত। ২০১৩ সালের নির্বাচনে নৌকার মনোনয়ন পান সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন। সেই সময় আওয়ামীলীগ এ আসনটি জাতীয়পাটিকে ছেড়ে দেয়ায় মোশারফ হোসেনকে বসিয়ে বিনা নির্বাচনে এমপি হোন লিয়াকত হোসেন খোকা। এরপর ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়ন বঞ্চিত হোন সাবেক এমপি কায়সার হাসনাত। সে বছরও মহাজোট থেকে মনোনয়ন দেয়া হয় লিয়াকত হোসেন খোকাকে। পরে সাবেক এমপি কায়সার স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করলেও নির্বাচনের দুইদিন আগে প্রশাসনের চাপে নির্বাচন থেকে সরে দাড়ান। সে নির্বাচনেও এমপি নির্বাচিত হোন লিয়াকত হোসেন খোকা। এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রার্থী হিসেবে মাঠে কাজ করছেন সাবেক এমপি কায়সার হাসনাত। এরমধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকার মনোনয়ন প্রার্থী হওয়ার ঘোষনা দেন উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ও সাবেক এমপি কায়সার হাসনাতের বিয়াই মাহফুজুর রহমান কালাম। মাহফুজুর রহমান কালাম ৭বছর দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৪ সালের উপজেলা নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনে তিনি মোশারফ হোসেনের সাথে পরাজিত হোন। ২০১৯ সালের উপজেলা নির্বাচনেও তিনি প্রার্থী হোন সেই নির্বাচনে তার সাথে প্রার্থী হোন মোশারফ হোসেন ও বিএনপির সমর্থিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। সেই নির্বাচনে মান্নান জয় লাভ করেন। ২০১৯ সালের উপজেলা নির্বাচনেও অংশ গ্রহন করেন মাহফুজুর রহমান কালাম সেই নির্বাচনে তার প্রতিদ্বন্ধি প্রার্থী ছিলেন নৌকার মনোনীত প্রার্থী মোশারফ হোসেন। সেই নির্বাচনেও পরাজিত হোন মাহফুজুর রহমান কালাম। নির্বাচনে পরাজয়ের পর দল থেকে বহিস্কার করা হয় কালামকে। এরপর কেন্দ্রীয় ভাবে বহিস্কার আদেশ প্রত্যাহার করার পর কায়সার হাসনাতের সাথে একত্রে রাজনীতি করলেও বাধসাথে কিছুদিন আগে তাদের দুজনের মধ্যে। একে অপরের বিরুদ্ধে মনোনয়ন যুদ্ধে নামার ঘোষনা দেন। গত শুক্রবার দুপুরে নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন বিষয়টি নেতাকর্মীদের স্পষ্ট করেন মাহফুজুর রহমান কালাম। তিনি বলেন, গত কয়েকটি নির্বাচনে আমি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী। ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য মনোনয়ন প্রার্থীর সাথে মনোনয়ন যুদ্ধ করবেন দুই বিয়াই।