সোনারগাঁয়ে কাঁচপুরে ছুরিকাঘাতে নিহতের ঘটনায় দুই ছিনতাইকারি গ্রেফতার

261

মোঃ মোক্তার হোসাইন:নারায়নগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে ছুরিকাঘাতে নিহতের ঘটনায় জড়িত থাকা সন্দেহে দুই ছিনতাইকারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোরে ফতুল্লার তল্লা ও সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন
মোঃ শাহ আলম ও ইমরান হোসেন।

নারায়নগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, চট্টগ্রাম থেকে আসা দুই ভাই গত বুধবার (১১ জুলাই) ভোরে নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুতে নামেন। এ সময় তাদের সাথে থাকা নগদ ১৫ শত টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই হয়। ছিনতাইয়ে বাধা দিতে গেলে ছিনতাইকারিরা দুই ভাইকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে স্থানীয়রা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে বড় ভাই আমানুল ইসলাম রোহান মারা যায়। আরেক ভাই আরমানুল ইসলাম রিপন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে বলে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানিয়েছেন। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরি, নগদ ১৫ শত টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।