মোঃ মোক্তার হোসাইন:নারায়ণগঞ্জ-সোনারগাঁ-
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রামের সৌদি আরব প্রবাসী কামরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
প্রবাসী কামরুজ্জামান ও তার স্ত্রী সৌদি আরবে থাকায় তার মেয়ে মোছাঃ বিনথী আক্তার (১৮) বাদী হয়ে শুক্রবার ১৩ জুলাই সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ থেকে জানা যায় গত ১১ জুলাই দুপুর আনুমানিক ০২.৩০ ঘটিকার সময় উপজেলার যাত্রাবাড়ী গ্রামে তাহার নিজ ঘরের দরজা জানালা তালাবদ্ধ করিয়া নানার বাড়ি দৌলতপুর বেড়াতে যায়। ১৩ জুলাই বেলা আনুমানিক ১২.০০ ঘটিকার সময় বাড়িতে আসিয়া দেখে যে ঘরের দরজার তালা ভাঙ্গা, গত ১১ জুলাই দুপুর আনুমানিক ০২.৩০ ঘটিকার হইতে ১৩/০৭/২০২৩ তারিখ বেলা আনুমানিক ১২.০০ ঘটিকার যে কোন সময়ের মধ্যে অজ্ঞাতনামা চোরেরা আমাদের ঘরের দরজার তালা ভাঙ্গীয়া ঘরে প্রবেশ করে। অজ্ঞাতনামা চোরেরা ঘরের ভিতরে থাকা নগদ ২,৫০,০০০/-টাকা, ৫ ভড়ি ওজনের স্বর্নের গহনা, যার মূল্য-৪,৫০,০০০/-টাকা ও একটি ৩২ ইঞ্জী এল,ই,ডি
টিভি, যার মূল্য-২০,০০০/-টাকা, ৩০ টি থ্রীপিচ, যার মূল্য-২৫,০০০/-টাকা, দেশী চার্জার ফ্যান ১ টি, যার মূল্য-৭,০০০/-টাকা, ৮টি বিদেশী কম্বল, যার মূল্য- ৪০,০০০/- টাকা ও বিভিন্ন ধারনের কসমেটিক্স সহ আরো বিভিন্ন ধরনের মালামাল নিয়া যায়, যার মূল্য-৩০,০০০/- টাকা,মোছাঃ বিনথী আক্তার জনান নগদ টাকা সহ সর্ব মোট ৮,২২০০০ টাকা চুরি করে পালিয়ে যায়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মাহাবুব আলম সুমন জানান, চুরির ঘটনা শুনেছি। এ বিষয়ে অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।