সোনারগাঁ স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

140

আব্দুল্লাহ চৌধুরী তন্ময়ঃ নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কাঙ্খিত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

১৭ জুলাই সোমবার সকালে পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন। 

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি নেকবর হোসেন নাহিদের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজ্বী শাহ মোহাম্মদ সোহাগ রনির সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের  সাধারণ সম্পাদক আফজারুল রহমান বাবু। 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান  অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

এছারাও সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোশাররফ ওমর, নাসরিন সুলতানা ঝরা, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, সদস্য বাবুল ওমর বাবু, মাহমুদা আক্তার ফেন্সি,আরিফ মাসুদ বাবু এ্যাড.ফজলে রাব্বি,এ্যাড.নুর জাহান,ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগির আহমেদ।

এছারাও আরোও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক ওমর,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসুজ্জামান সামসু, উপজেলা স্বেচ্ছাসেবক নেতা আনিসুর রহমান আনিস ও সাবেক  ছাত্রলীগ নেতা মামুন আহম্মেদ রাশেদসহ সেচ্ছাসেবকলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।