২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

198


মোঃ মোক্তার হোসাইন:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২২ কেজি গাঁজাসহ আব্দুল লতিফ (৭২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে এস.আই আনিসুর রহমানন অভিযান চালিয়ে পুরান টিপর্দীর বসুর বাগ এলাকা থেকে মাদক গাজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার টিপর্দী গ্রামের মৃত তালেব আলীর ছেলে।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহবুব আলম জানান, ভোরে উপজেলার টিপর্দী এলাকার বসুর বাগ থেকে এস.আই আনিসুর রহমানের নেতৃত্বে ২২ কেজি গাজাঁসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে, পরে তাকে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।