সোনারগাঁয়ে নবাগত ডিসি মাহমুদুলের আগমনে আলোচনা সভা

117

মোঃ মোক্তার হোসাইন: সোনারগাঁ-

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় নবযোগদানকৃত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হকের আগমন উপলক্ষে সোনারগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উর ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা ইয়াছিনুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁ আসনের সংসদ সদস‍্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস‍্য ও ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,সোনারগাঁ থানার অফিসার ইনর্চাজ মাহবুব আলম সুমন,
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওসমান গণি, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,বৈদ‍্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সোনারগাঁ আওয়ামী যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু প্রমূখ।