নিজস্ব প্রতিনিধি :নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিবেশ দূষনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কয়েক শত গ্রামবাসী।
আজ দূপুরে সোনারগাঁও উপজেলার বৈদ্ধ্যেরবাজার এলাকায় অবস্থিত আমান সিম কোম্পানির প্রধান ফটকের সামনের রাস্তায় অবরোধ করে বিক্ষোভ করে ভুক্তভোগী এলাকাবাসী।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কারণে মোগরাপাড়া চৌরাস্তা থেকে আনন্দ বাজার বারদী সড়কে দীর্ঘ ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
এসময় গ্রামবাসী জানান,গণবসতি পূর্ণ আবাসিক এলাকায় আমান সিম কোম্পানির সিমেন্ট কারখানা তৈরী করার কারণে শব্দ দূষন,বায়ু দূষন ও শক্তিশালী মেশিনে ভূকম্পনের ফলে শিশু ও শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। তাই অনতিবিলম্বে পরিবেশ দূষণকারী কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান এলাকাবাসী।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ কয়েকটি কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না গ্রামবাসী।