মোঃ মোক্তার হোসাইন: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় র্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ৫০হাজার টাকা জরিমানা ও ২০ হাজার লিটার ভোজ্যতেল ধ্বংস করেছে।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী অলিপুরা এলাকায় এইচ কে ফুড প্রোডাক্টস বাংলাদেশ কারখানায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের নেতৃত্ব দিয়েছেন র্যাব-১১’র ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানী (সিপিএসসি) এর কোম্পানী কমান্ডার এম. এম মাহমুদ হাসান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ক্যাব নারায়ণগঞ্জের জয়েন্ট সেক্রেটারি বিল্লাল হোসেন রবিন।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে এইচ কে ফুড প্রোডাক্টস বাংলাদেশ সয়াবিন তেলের বোতলের গায়ে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ সয়াবিন তেল লিখে বাজারজাত করে আসছে। কিন্ত তেলে ভিটামিন ‘এ’ এবং উপযুক্ত ল্যাব ও টেকনিশিয়ান এর অস্তিত্ব পাওয়া যায়নি।
এই অপরাধে ভোক্তা অধিকার আইনের ৪৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা ও ২০ হাজার লিটার বোতলজাত তেল ধ্বংস করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন