নারায়ণগঞ্জে ৮০০ কিশোরীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকা প্রদান করা হয়েছে।
রোবরার (১৫ অক্টোবর) নাসিক ১৩ নম্বর ওয়ার্ডে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকা উদ্বোধন করেন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
সকালে ১৩ নম্বর ওয়ার্ডের স্কুলগুলোতে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরী মেয়েদের জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা দান কর্মসূচি উদ্বোধন করেন ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
মাসদাইর বেগম রোকেয়া পৌর উচ্চ বিদ্যালয় ও চাইল্ড ল্যাবরোটারি স্কুলের ৮০০ কিশোরীকে এই টিকা প্রদান করা হয়।
কাউন্সিলার খোরশেদ জানান, ১০-১৪ বছর বয়সী কিশোরীরা ভ্যাকসিন নিতে পারবে। ১৫ আক্টোবর থেকে ২০ অক্টোবর ও ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ১৩ নম্বর ওয়ার্ডে স্কুল পর্যায়ে প্রায় ৪ হাজার ২৯১ জন কিশোরীকে ভ্যাকসিন প্রদান করা হবে এবং পরবর্তীতে ৪ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ১৩ নম্বর ওয়ার্ডে মোট ৪টি স্পর্টে কমিউনিটি পর্যায়ে ভ্যাকসিন প্রদান করা হবে।
কমিউনিটি পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান বর্হিভূত কিশোরিদের টিকা পেতে অনলাইনে www.vaxepi.gov.bd এই ওয়েব সাইটে রেজিস্টেশন করে আবেদন পত্র প্রিন্ট করে নিয়ে আসতে হবে। রেজিস্ট্রেশন করতে অবশ্যই জন্মনিবন্ধন থাকতে হবে।
উল্লেখ্য, সম্প্রসারিত টিকাদানকর্মসূচি-ইপিআইয়ের অধীনে স্বাস্থ্য অধিদফতর এই কার্যক্রম পরিচালনা করছে।