মেঘনায় অবৈধভাবে ইলিশ ধরার অপরাধে ৫ জেলের কারাদন্ড

221


মোঃ মোক্তার হোহাইন:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইলিশ মাছ প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরার অপরাধে সোনারগাঁ উপজেলার উপর প্রবাহিত মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ জেলেকে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশন (ভূমি) মো. ইব্রাহিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এই কারাদণ্ড প্রদান করেন।

১৮ অক্টোবর বুধবার বিকেলে মেঘনা নদীর নুনেরটেক এলাকায় অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা জেসমিন আক্তার। এসময় মেঘনা উপজেলার বড়ুইকান্দি গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মো. সিদ্দিকুর রহমান, একই গ্রামের আবদুল কাদিরের ছেলে মো. হোসেন, আবদুর সাত্তারের ছেলে মো. কামাল, আড়াই হাজার উপজেলার চর লক্ষীপুর গ্রামের রহম আলীর ছেলে জসীম উদ্দিন ও সোনারগাঁ উপজেলার রঘুনার চর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মো. সোহেল মিয়াকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

ইলিশ সংরক্ষণ অভিযানের সময় সরকারি আদেশ অমান্য করে মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে আটক ৫ জেলেকে পৃথক ৫ টি মামলায় প্রত্যেককে ১ মাসের করে কারাদণ্ড দেয়া হয়। পরে তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার বলেন, মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে দন্ডপ্রাপ্তদের বৃহস্পতিবার সকালে জেল হাজতে পাঠানো হবে।