বৈদ্যের বাজার নৌ পুলিশের অভিযানে (২)ডাকাত গ্রেফতার

195

মোঃ মোক্তার হোসাইন:
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বৈদ্দ্যের বাজার নৌ ফাঁড়ি পুলিশ,বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেঘনা ব্রিজের সংলগ্ন থেকে ডাকাত জসিম (২২) ও ডাকাত রায়হান (২৭) দুই ডাকাতকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। এছাড়াও জিম্মি করে রাখা নৌ যানের স্টাফদের উদ্ধার করা হয়।

এ সময় ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহার করা অবৈধ দেশীয় অস্ত্র, ছেনা,হাতুড়ি কাচি ও অন্যান্য দেশীয় অবৈধ অস্ত্র।

আরো উদ্ধার করা হয় ডাকাতি হয়ে যাওয়া প্রায় তিন কোটি টাকার খাদ্যদ্রব্য মালামালসহ একটি স্টীলের ট্রলার। জানা যায় স্টীলের ট্রলারে খাদ্যপন্য ছিল।
ট্রলারটিতে ছিল, সয়াবিন তেল ৭৫ ড্রাম, চিনি ৩৪০ বস্তা,মশারী ডাল ৭০০ বস্তা, ,ময়দা ৪৪০ বস্তা,ভূষি ১১০০বস্তা, এংকার ডাল ১০০ বস্তা, যাহার মূল্য প্রায় তিন কোটি টাকা হবে উদ্ধার কারি কর্মকর্তা জানান।

মেঘনা ঘাটের ফ্রেশ কোম্পানি থেকে মালামাল নিয়ে, ঘাট থেকে ছেরে যাওয়ার কিছুক্ষণ পড়েই সশস্ত্র ডাকাত দল হানা দেয় এবং অস্ত্রের মুখে ট্রলারে থাকা স্টাফদের জিম্মি করে নৌযানটি নিয়ে যাওয়া হয় অন্যত্র স্থানে, এ সময় ট্রলারে থাকা স্টাফদের মারধর করা হয়, এক পর্যায়ে ট্রলারে থাকা স্টাফদের মেরে ফেলার ভয় দেখানো হয়।

এ বিষয়ে সোনারগাঁয়ের বৈদ্যের বাজার নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ মোসাব্বেরুল হক জানান
মামলা রুজু করে আসামিদের আদালতে প্রেরন করা হয়েছে।