মোঃ মোক্তার হোসাইন: নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের পাশে মেঘনা নদীতে
ইলিশ ধরা নিষেধাজ্ঞা থাকা সত্বেও জেলেরা নদীতে নেমে ইলিশ ধরছে জেলেরা। এদিকে তৎপর প্রশাসন। মেঘনা নদীতে অভিযান চালিয়ে ইলিশসহ এক লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা মৎস্য অধিদপ্তর।
২৩ অক্টোবর সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মৎস্য অধিদপ্তর এ অভিযান চালানো হয়।
নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. ফজলুল কাবীর এই অভিযানে নেতৃত্ব দেন। উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার জানান, সকাল থেকে মেঘনা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চলে। এ সময় জেলেদের কাছ থেকে এক লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জালসহ ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
পড়ে ইলিশ মাছ স্থানীয় নদীর তীরবর্তী দুস্থদের মাঝে বিতরণ করা হয়। অভিযানের খবর পেয়ে জেলেরা পালিয়ে যায়।
উপজেলা মৎস্য বিভাগের এই বিশেষ অভিযানে অংশ নিয়েছিলেন সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জেসমীন আক্তার ও নারায়ণগঞ্জ পাগলা স্টেশনের কোস্টগার্ড টিম।