মোঃ মোক্তার হোসাইন: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, থানায় মামলা হয়েছে বকেজানা যায়।
২৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৮ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড ভরনাথপুর গ্রামের দক্ষিণ পাশে শাহীন সরকারের লিচু বাগানের উত্তর পশ্চিম দিকে মারিখালি নদীতে একজন অজ্ঞাত নামা(২৭) বছর বয়সি নারীর মৃত লাশ দেখতে পাওয়া যায়।
এলাকাবাসী পুলিশকে খবর দিলে বৈদ্দ্যের বাজার নৌ পুলিশের উপ-পরিদর্শক এস আই মনি সাধ্য সঙ্গীয় ফোর্স নিয়ে এসে অজ্ঞাত নারির লাশটি উদ্ধার করে। উক্ত লাশটি এস আই মনি সাধ্য বৈদ্যের বাজার নৌ পুলিশ ফাঁড়ির অধীনে সুরতহাল প্রস্তুত করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন করতে পাঠায়।
পরবর্তীতে অজ্ঞাত নারির মৃতদেহের কোন পরিচয় না থাকায়, উক্ত নারীর মৃতদেহটি বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলামে দাফনের জন্য হহস্তান্তর করে।
এবিষয়ে এস আই মনি সাধ্য বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অপমৃত্যু মামলা অভিযোগ করে।
এ ব্যাপারে সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম সুমন বলেন, অজ্ঞাতনামা নারীর একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয় যাহার মামলা নং ৬৬ তাং ২৪/১০/২৩