সোনারগাঁ ৩ আসনে ১৩ জনের মনোনয়ন জমা ১১জনের বৈধ বা‌তিল ২

163

মোঃ মোক্তার হোসাইন:- (৪ ডিসেম্বর) সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন বাছাই শেষে নির্বাচন কমিশন এ তথ্য জানান।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক অফিসের তথ্যনুযায়ী নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে যারা বৈধ হয়েছেন তারা হলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকা, আওয়ামীলীগের প্রার্থী সাবেক এমপি কায়সার হাসনাত, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মনোনীত প্রার্থী মো, মজিবুর রহমান মানিক, বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম, বিএনএম মনোনীত প্রার্থী এবিএম ওয়ালিউর রহমান খান, বিকল্প ধারা বাংলাদেশ এর মনোনীত প্রার্থী নারায়ণ দাস, মুক্তিজোটের মনোনীত প্রার্থী মো. আরিফ,
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী এ.এইচ.এম মাসুদ দুলাল,
স্বতন্ত্র প্রার্থী এরফান হোসেন দীপ, স্বতন্ত্র প্রার্থী মারুফুল ইসলাম ঝলক, স্বতন্ত্র প্রার্থী রুবিয়া সুলতানা।

যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন, বাংলাদেশ কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী সিরাজুল হক।
তিনি ঋণ খেলাপির জন্য তার মনোনয়ন বাতিল হয়েছে।
আরো একজন ঋণ খেলাপীর জন্য বাতিল হয়েছে জাকেরপার্টির মনোনীত প্রার্থী মো. জামিল মিজির।