মোঃ মোক্তার হোসাইন:নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই প্রথম সমন্বয় সভায় যোগ দেয়ার আগে উপজেলা প্রশাসন চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সোনারগাঁ (৩) আসনের সংসদ সদস্য জননেতা আবদুল্লাহ আল কায়সার হাসনাত।
১৮ জানুৃযারী বৃহস্পতিবার উপজেলায় সমন্বয় সভায় যোগ দেয়ার আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জননেতা আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও চেয়ারম্যানবৃন্দসহ দলের অঙ্গ সংগঠনের সকল শ্রেণীর নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন বাবুল, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, নারায়ণগঞ্জ জেলা যুব আইনজীবি পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বিসহ দলের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।