সোনারগাঁয়ে জাতীয়পার্টির কার্যালয় ভাংচুর গ্রেফতার ১

149


মোঃ মোক্তার হোসাইন: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়ন জাতীয় পার্টির অফিস ভাংচুরের অভিযোগে নকিব হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

এর আগে ভোর সাড়ে ৫টার দিকে বারদী বাসস্ট্যান্ড এলাকায় বারদী ইউনিয়ন জাতীয় পার্টির কার্যালয় ভাংচুর করে চেয়ার টেবিল বাইরে ফেলে রাখে।
এ ঘটনায় সোনারগাঁ থানায় জাতীয় পার্টির নেতা জহিরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত নকিব বারদী ইউনিয়নের সেনপাড়া গ্রামের মো. শরীফ মিয়ার ছেলে।

জানা যায়, দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সারের কাছে পরাজিত হন। এর আগে দু দফায় এ আসনে সাংসদ ছিলেন লিয়াকত হোসেন খোকা,ফলে বারদী বাস স্ট্যান্ড এলাকায় জাতীয় পার্টির একটি কার্যালয় করেন। সেখানে অত্র ইউনিয়নের জাতীয় পার্টির কার্যক্রম পরিচালিত হত, সোমবার ভোরে অতি উৎসাহী হয়ে নকিব নামের ওই যুবক জাতীয় পার্টির কার্যালয়ের তালা ভেঙ্গে প্রবেশ করে ভাংচুর চালায়। এক পর্যায়ে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার টেবিল ও সাইবোর্ড খুলে বাইরে বের করে ফেলে রাখে।

বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আমিন বলেন, জাতীয় পার্টির ইউনিয়ন কার্যালয়ে হামলা ভাংচুরের ঘটনা আমাদের নেতা সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকাকে জানিয়েছি। ওনার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ।

এলাকাবাসী জানায়, গ্রেফতারকৃত নকিব একজন মাদক সেবী ও চিহ্নিত চাঁদাবাজ। বারদী বাস ও সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি করে। এর আগে অভিযুক্ত নকিবের বিরুদ্ধে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলকে চড় থাপ্পড় মারার অভিযোগ রয়েছে।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মো. মহসিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে,
অভিযোগকৃত যুবককে গ্রেফতার করে মামলা রুজু হয়েছে, পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।