দেশীয় অস্র উদ্ধারসহ আসামী গ্রেফতার ১

162

নিজস্ব প্রতিনিধি : গত শুক্রবার ২৬ জানুয়ারি পুলিশি অভিযানে দেশীয় অস্র উদ্ধার এবং আসামী গ্রেফতার হয়েছে। কেএমপি, খুলনা থানা পুলিশের অভিযানে ১। ১১(এগারো) টি লোহার ধারালো রামদা, ২। ০১(এক) টি লোহার ধারালো চাপাতি, ৩। ০১(এক) টি লোহার ধারানো ছোরা, ৪। ০২(দুই) টি লোহার ধারালো বল্লম, ৫। ০১(এক) টি কাঠের ছোট বাক্স উদ্ধার এবং ০১(এক) জন আসামী গ্রেফতারঃ

খুলনা থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করা কালে ২৬/০১/২০২৪ খ্রিঃ তারিখ ২০.১৫ ঘটিকায় খুলনা থানাধীন নিরালা ট্রাফিক মোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন খুলনা থানাধীন হোল্ডিং নং-৫০ পূর্ব বানিয়াখামার ৯ম গলির মাথায় মিস্ত্রীপাড়া বাজারের পিছনে পলাতক আসামী ১। মোঃ তৌহিদ শেখ(৩৮), ২। মোঃ আলামিন শেখ(৩৬), উভয় পিতা-শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, মাতা-তাসলিমা বেগম, সাং-৫০, পূর্ব বানিয়াখামার ৯ম গলির মাথায়, মিস্ত্রীপাড়া বাজারের পিছনে, থানা ও জেলা-খুলনাদ্বয়ের বসত ঘরের ভিতর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদ অফিসার ইনচার্জ, খুলনা থানা সাহেবকে অবহিত করে তার নির্দেশে সংগীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে ২৬/০১/২০২৪ খ্রিঃ তারিখ ২০.৩০ ঘটিকার সময় উপস্থিত হলে উক্ত ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীদ্বয় কৌশলে দ্রুত পালিয়ে যায়। উপস্থিত সাক্ষীসহ অন্যান্য লোকজনের নিকট হতে পলাতক আসামীদ্বয়ের নাম-ঠিকানা জানতে চাইলে তারা আসামীদ্বয়ের উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করেন। মাদকদ্রব্য উদ্ধারের নিমিত্তে তল্লাশীকালে সেখানে উপস্থিত সাক্ষী সহ অন্যান্য লোকজনের উপস্থিতিতে আসামীদ্বয়ের বসত ঘরের পূর্ব পার্শ্বের শয়ন কক্ষের ভিতরে ছোট কাঠের বাক্সের মধ্যে ও পাশে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১। ১১(এগারো) টি লোহার ধারালো রামদা, যার মধ্যে ০৩(তিন) টি কাঠের বাট সহ লম্বা ২৮ ইঞ্চি, ০২(দুই) টি কাঠের বাটসহ লম্বা ২৭ ইঞ্চি, ০২(দুই) টি কাঠের বাটসহ লম্বা ২৫ ইঞ্চি, ০১(এক) টি কাঠের বাটসহ লম্বা ২৬ ইঞ্চি, ০২(দুই) টি বাট ছাড়া লম্বা ২৪ ইঞ্চি, ০১(এক) টি বাট ছাড়া লম্বা ২২ ইঞ্চি, ২। ০১(এক) টি লোহার ধারালো চাপাতি যা লোহার বাট সহ লম্বা ১৪.৫ ইঞ্চি, ৩। ০১(এক) টি লোহার ধারানো ছোরা যা কাঠের বাট সহ লম্বা ২২.৫ ইঞ্চি, ৪। ০২(দুই) টি লোহার ধারালো বল্লম যা লোহার বাট সহ লম্বা ৫১.৫ ইঞ্চি, ৫। ০১(এক) টি কাঠের ছোট বাক্স যার দৈর্ঘ-৩১(একত্রিশ) ইঞ্চি, প্রস্থ-১৮(আঠারো) ইঞ্চি, উচ্চতা-১৮(আঠারো) ইঞ্চি উদ্ধার করেন। বাদী ২৬/০১/২০২৪ খ্রিঃ ২১.৩০ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র আলাম