টিপু সুলতান: লাকসাম উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে বাংলাদেশ কৃষি ব্যাংক লাকসাম শাখার উদ্যোগে ব্যাংকার কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহা ব্যবস্থাপক, বিভাগীয় কার্যালয় কুমিল্লা , গোলাম মো আরিফ, বিশেষ অতিথি মোঃ আব্দুল হাই সিদ্দিকী উপজেলা নির্বাহী কর্মকর্তা লাকসাম, তানভীর সাইফুল্লাহ আঞ্চলিক ব্যবস্থাপক, আঞ্চলিক কার্যালয় লাকসাম সহ আরও অতিথি বৃন্দ। মতবিনিময় সভায় কৃষি ব্যাংকের ঋণগ্রহীতা উপকার ভোগী গ্রাহক তাদের নিজ নিজ বক্তব্যে বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক সাধারণ জনগণের ব্যাংক, এ দেশের কৃষির উন্নয়নে কৃষকদের জীবন মান উন্নয়নে ও স্বাবলম্বী করতে বাংলাদেশ কৃষি ব্যাংক অনন্য ভূমিকা পালন করছে। এছাড়াও ব্যাংকের বিভিন্ন ঋণ গ্রহণ করে বিভিন্ন উদ্যোক্তারা তাদের স্বাবলম্বী হওয়ার গল্প শোনান। প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ বলেন বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষকদের ব্যাংক মেহনতি মানুষের ব্যাংক। সরকারের উন্নয়নের অংশীদার বাংলাদেশ কৃষি ব্যাংক, সাধারণ কৃষক ও উদ্যোক্তাদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ কৃষি ব্যাংক সকল ধরনের ঋণ প্রদান করে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরুল হাসান ব্যবস্থাপক বাংলাদেশ কৃষি ব্যাংক লাকসাম শাখা। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।