নারায়ণগঞ্জ চাষাড়া আজগর ফিলিং স্টেশনের মালিক পিস্তল দিয়ে গুলি করতে চাইল রতনকে, কিন্তু বেঁচে গেল অল্পের জন্য রতন।
নারায়ণগঞ্জ ফতুল্লা থানা উত্তর চাষাড়া এলাকার বসবাসকারী খন্দকার বদরুল ইসলাম (রতন)’কে পিস্তল’র বাট দিয়ে ও লোহার রড দিয়ে অমানবিক নির্যাতন করেন এবং এলোপাতাড়ি ভাবে পিটিয়ে নীলাফুলা রক্ত জমাট জখম করলেন আজগর ফিলিং স্টেশন মালিক ও ছেলেরা মিলে। তাদের নাম হলো ১. মোঃ শাহজাহান (৬০), পিতা-মৃত: আজগর আলী, ২. আরিফ (৩৫) ৩. রিফাত (২৮) উভয় পিতা- মোঃ শাহজাহান। এই মারামারি নাশকতার কর্মকান্ডের থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ভুক্তভোগী দুইবারের ওপেন হার্ড সার্জারী করা খন্দকার বদরুল ইসলাম (রতন) মিঞায়।