হবিগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

162


হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মাধবপুরে ইন্ডাস্ট্রিয়াল এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন। ১৪ মার্চ বৃহস্পতিবার তিনি মাধবপুরের পাইওনিয়ার ডেনিম লিমিটেড, বাদশা টেক্সটাইল লিমিটেড ও যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক সরেজমিনে পরিদর্শন করেন।
উনাকে স্বাগত জানান জিএম এডমিন মোঃ কাউসার উদ্দিন চৌধুরী। এ সময় হুরাইন এইচপিএফের পরিচালক রাজীব সাহা প্রতিষ্ঠানটি ঘুরে দেখান।
পরে যমুনা ইন্ডাস্ট্রিয়ান পার্কে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপার মতবিনিময় করেন।
যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের নিরাপত্তা ব্যবস্থা দেখে পুলিশ সুপার আক্তার হোসেন সন্তোষ প্রকাশ করেন নিরাপত্তা প্রশ্নে পুলিশের পক্ষে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন এএসপি নির্মলেন্দ্র চক্রবর্ত্তী, মাধবপুর থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খান ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নূর হোসেন।