হোক আমাদের নীরব প্রতিবাদ

160

 নিজস্ব প্রতিনিধিঃ একটা তরমুজের দাম ৮০০ টাকা! বছরের ১১ মাস যদি তরমুজ না খেয়ে থাকতে পারি তাহলে এই মাসেও তরমুজ না খেয়ে থাকা যাবে, বলল এক খেটে খাওয়া মানুষ। তরমুজ কেনা বন্ধ করুন, পরবর্তি ১৫ দিন কোন তরমুজ কিনবেন না। সব পঁচে যাবে, বন্ধ হবে অবৈধ মুনাফার ব্যবসা।  অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙবে। এটাই হোক আমাদের নিরব প্রতিবাদ।

জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক সুলতান মাহমুদ জেলা প্রশাসক, ভোক্তার কর্মকর্তা, খাদ্য কর্তৃপক্ষ, সিটির মেয়র এবং পুলিশ সুপারকে প্র্যোজনীয় ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন।