বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ-সদস্য একেএম শামীম ওসমানের সুস্থতা কামনায় বন্দরে সাবেক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২১ই মার্চ বাদ আসর বন্দর কবরস্থান রোড বাইতুল আমান জামে মসজিদে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ এ দোয়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১৯ ই মার্চ সকালে বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন শামীম ওসমান।
শামীম ওসমানের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বন্দর কবরস্থান রোড বাইতুল আমান জামে মসজিদে পেশ ইমাম।
দোয়া ও মিলাদে অংশগ্রহণ করেন ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এস এ রানা, ২২ নং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ প্রধান,২৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকাশ,পলাশ,রোমান, নূর আলআমিন, মোহাম্মদ কামাল, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ আল-আমিন প্রধান-সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।