চারঘাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক

162

তন্ময় দেবনাথ রাজশাহী :

রাজশাহীর চারঘাটে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০৫ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‍্যাব-৫। রবিবার (৩১ মার্চ) রাত্রী আনুমানিক সাড়ে ১২টার দিকে চারঘাট থানাধীন মৌগাছী এলাকা থেকে তাদের আটক করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ৩১ মার্চ ২০২৪ তারিখ সময় রাত্রী-০০.৩০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন মৌগাছী নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেট ১০০ পিচ উদ্ধার করেছে এবং আসামী ১। মোঃ রফিকুল ইসলাম (৬০), পিতা-মৃত আলহাজ্ব নুরুল ইসলাম, সাং-মৌগাছী, থানা-চারঘাট, জেলা-রাজশাহী, ২। মোঃ মাইনুল (৩৪), পিতা-মোঃ মহসিন, সাং-আলোকছত্র, থানা-দামকুড়া, রাজশাহী মহানগর, ৩। মোঃ সাজ্জাদ হোসেন মুকুল (৫৭), পিতা-মৃত আঃ সাত্তার, বর্তমান সাং-জোরগাছা, থানা-সোনাতলা, জেলা-বগুড়া, স্থায়ী ঠিকানাঃ সাং-খুটিপাড়া, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী, ৪। মোঃ আব্বাস আলী (৩০), পিতা-মৃত বেল্লাল মন্ডল, সাং-মোল্লাজামিরা, থানা-বেলপুকুর, রাজশাহী মহানগর, ৫। মোঃ তুহিন (২৫), পিতা-মোঃ সাহাবুদ্দিন, সাং-বানেশ্বর মধ্যপাড়া, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী‘কে গ্রেফতার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন মৌগাছী গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম (৬০), পিতা-মৃত আলহাজ্ব নুরুল ইসলাম এর বসতবাড়ীতে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানা মাত্রই ঘটনাস্থল মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম (৬০) এর দোচালা টিনের ছাউনি বিশিষ্ট ইটের তৈরী একরুম ঘরের ভিতরে পৌঁছানো মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০৫ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাবের টিম ০৫ জনকে ঘটনাস্থলেই আটক করে।

ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের নিকট সরকার কর্তৃক নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট আছে এবং তারা পরস্পর যোগসাজসে অবৈধভাবে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অজ্ঞাত স্থান হতে গোপনে সংগ্রহ করে নিজ নিজ দখলে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।

উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার চারঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।