হবিগঞ্জ সদর মডেল থানাধীন সহকারী জজের বাসায় চুরি

67


হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গত ২৯/০৩/২০২৪ইংতারিখ রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় পুরান মুন্সেফী সাকিনস্থ সিনিয়র সহকারী জজ জনাব সাইফুর রহমান সাহেবের বাসায় জানালার গ্রীল কেটে অজ্ঞাতনামা চোরেরা চুরি করার জন্য বাসার ভিতরে প্রবেশ করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু হলে জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা, পুলিশ সুপার, হবিগঞ্জ এর দিকনির্দেশনায় জনাব খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, হবিগঞ্জ সার্কেল, হবিগঞ্জ এর তদারকিতে জনাব অজয় চন্দ্র দেব, অফিসার ইনচার্জ, হবিগঞ্জ সদর মডেল থানা এর নেতৃত্বে এস আই মোঃ ওমর ফারুক সরকার, এএসআই ইয়াছির আরাফাত চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ গত ০৫/০৪/২০২৪ইং তারিখ রাত্র অনুমান ১১.০০ ঘটিকার সময় হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উক্ত চুরির ঘটনায় জড়িত আসামী ১/ মোঃ শোয়েব হোসেন বাধন (২২) পিতা-মৃত রহমত আলী, মাতা-নেহার বেগম, সাং-উত্তর শ্যামলী (নদীরপাড়), হবিগঞ্জ পৌরসভা, ২/ মোঃ রিপন মিয়া (২৩) পিতা-নুর মোহম্মাদ, মাতা-পেয়ারা বেগম, সাং-নিউ মুসলিম কোয়ার্টার (গোসাইপুর) হবিগঞ্জ পৌরসভা, উভয় থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জদ্বয়কে গ্রেফতার করা হয়। আসামীদ্বয় উক্ত ঘটনায় জড়িত থাকায় বিষয়টি স্বীকার পূর্বক বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আসামীদ্বয়ের বিরুদ্ধে অত্র জেলার বিভিন্ন থানায় ৮ থেকে ১০ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে। উক্ত ঘটনায় জড়িত আসামীদেরসহ থানা এলাকার অন্যান্য চোর/ডাকাতদের বিরুদ্ধে গ্রেফতারী অভিযান অব্যাহত আছে।