হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ আটক: ৫

111


হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই ঢেউটিনসহ ৫ চোরকে আটক করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯০ হাজার টাকা মূল্যের ৮৭ পিস গরু মার্কা টিন উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার রাত্রভর অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হল, সদর উপজেলার বড় বহুলা গ্রামের আব্দুল আহাদ মিয়ার পুত্র জবরু (২৪), মৃত আব্দুল মোতালিবের পুত্র সাইদুল (২৬) পাটলি গ্রামের মর্তুজ আলী মিয়ার পুত্র রোমান মিয়া (৪০) পশ্চিম ভাদৈ গ্রামের জাহাঙ্গীর মিয়ার পুত্র আল আমিন (২৩) ও পশ্চিম ভাদৈ গ্রামের মোতালিবের পুত্র মিজানুর রহমান (২৬)কে গত শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারগাারে প্রেরণ করা হয়েছে।