মাতাল হয়ে ভাগিনাকে হুমকি

103

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ঙ্গঞ্জ শহরের দেওভোগের আতাউররহ্মান রিনা আপন ভাগিনাকে মাতাল অবস্থায় হুমকি দিয়েছে বলে জানা যায়। এই মাতালের অডিও রেকর্ড প্রতিবেদকের কাছে গচ্ছিত আছে। আপন ভাগিনা মোমেন’র জমি আত্নস্বাদের চেষ্ঠা করছে আপন মামা আতাউর রহমান রিনা। মোমেন ফতুল্লার পশ্চিম দেওভোগের মৃত আমজাদ হোসেন ছেলে ও মরহুম জিয়া উদ্দিনের নাতী। মামা আতাউর রহমান রিনা সন্ত্রাসী ও পেশি শক্তি খাটিয়ে ভাগিনা মোমেনকে এলাকা ছাড়া করে তার জমি আত্নস্বাদ করার চেষ্ঠা করছে বলে জানায় ভোক্তভোগী মোমেন।

ভাগিনা ফয়সাল খালাত ভাই মোমেনকে সহয়তা করে বলে রাতে মদ পান করে মাতাল হয়ে আতাউর রহমান রিনি ভাগিনা ফয়সালকে বিভিন্ন প্রকার হুওমকি প্রদান করে বলে শুনা যায়ডিও রেকর্ডে।