মাইক্রোবাস চালককে মারপিটের অভিযোগ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে

110


হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুরে মাইক্রোবাস চালক ফরহাদকে ট্রাফিক পুলিশে বিরুদ্ধে মারধোর করার অভিযোগে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। ২৯ এপ্রিল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এরকম একটি ঘটনা নিয়ে শ্রমিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। আরও জানা যায় যে , গত সোমবার ওই সময় চালক ফরহাদ মিয়া (৩০) মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫-৪৮৩০) নিয়ে হবিগঞ্জ আসার পথে ওই এলাকায় একজন ট্রাফিক সার্জেন্ট তাকে আটক করে কাগজপত্র দেখতে চান। কাগজপত্র সঠিক আছে বলার পরও তার কাছে উৎকোচ দাবি করেন। এ নিয়ে ফরহাদ ও ট্রাফিক পুলিশের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ট্রাফিক পুলিশ ধাক্কা দিয়ে তাকে ফেলে দিলে পেছন থেকে আসা একটি পিকআপ তার পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে তার পায়ে মারাত্মক আঘাত পায়। খবরটি ছড়িয়ে পড়লে তারা হবিগঞ্জ সদর সাব রেজিস্ট্রার অফিসের সামনের এবং পিছনের সড়ক অবরোধ করে। এক পর্যায়ে দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের অভিযোগ, টিআই এডমিন জনাব মোহাম্মদ উল্লাহ হবিগঞ্জ জেলার যোগদানের পর হইতে বিভিন্ন পাবলিক দালালদের মাধ্যমে সকল প্রকার গাড়ির উপরে চাঁদাআরোপ করেছেন এরই ধারাবাহিকতায় শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জের ট্রাফিক পুলিশরা প্রায়ই তাদের গাড়ি আটক করে চাঁদাবাজি করেন। উর্দ্ধতন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায়। তাদের দৌরাত্ম বাড়ছে। কিন্তু বিষয়টি অস্বীকার করেছে ট্রাফিক পুলিশের টিআই এডমিন মোহাম্মদ উল্লাহ। অবরোধে ও ব্যারিকেডের ফলে প্রায় ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকায়। হাজার হাজার লোক চরমভাবে দুর্ভোগের শিকার হয়েছেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মুসলেহ উদ্দিনসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে ওই ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। গুরুতর আহত অবস্থায় ফরহাদকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।