হবিগঞ্জ পুলিশ সুপারের দিকনির্দেশনায় চলমান মাদক অভিযান

142


হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মঙ্গলবার দুপুর বেলা অত্র থানাধীন ভাদিকারা এলাকা হইতে ২৫ পিচ ইয়াবাসহ খুচরা মাদক ব্যবসায়ী মোঃ আকরামুল হক (৪৬), পিতা- মৃত জহুর আলী, সাং- ভাদিকারা, থানা-লাখাই, জেলা- হবিগঞ্জকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে তাহার ডিলার অপর মাদক ব্যবসায়ী মোঃ জুমেল মিয়া (৩১), পিতা- জুনাইদ মিয়া, সাং- মোড়াকরি , থানা-লাখাই, জেলা- হবিগঞ্জ এর নাম প্রকাশ করিয়া তাহার নিকট আরো ইয়াবা আছে জানাইলে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব মোহাম্মদ খলিলুর রহমান ও অফিসার ইনচার্জ জনাব আবুল খায়ের, লাখাই থানা, হবিগঞ্জ এর নেতৃত্বে মাদক ব্যবসায়ী জুমেল এর বাড়ীতে অভিযান পরিচালনা করিয়া তাহার নিকট হইতে আরো ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়ের নগদ ১,১৩,০০০/- (এক লক্ষ তের হাজার) টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মাদক ব্যবাসায়ী মোঃ জুমেল মিয়া তাহার ডিলার মোঃ আরজান (৩৩), পিতা- জিলু মিয়া, সাং- দৌলতপুর, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়ীয়া এর নাম ঠিকানা প্রকাশ করে। পুলিশ হেফাজতে মাদক ব্যবসায়ী মোঃ জুমেল মিয়া মোবাইল ফোনে তাহার ডিলার মোঃ আরজান মিয়ার নিকট আরো ১০০০ পিচ ইয়াবা ট্যাবলেট ক্রয়ের প্রস্তাব করিলে সে তাহার সহযোগী মাদক বাহক মোঃ পাতা মিয়া (২০), পিতা- আয়াত আলী, সাং- সুবিদপুর, থানা-লাখাই, জেলা- হবিগঞ্জ এর মাধ্যমে আরো ৯৮০ পিচ ইয়াবা ট্যাবলেট মোঃ জুমেল মিয়ার উদ্দেশ্যে পাঠালে পুলিশ কৌশলে মোড়াকরি হইতে পাতা মিয়াকে ৯৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। আসামীদের নিকট হইতে সর্বমোট ১২০৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ইয়াবা বিক্রয়ের ১,১৩,০০০/- টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক বাজার মূল্য ৩,৬০,০০০/- টাকা। আটক ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। মাদকের ডিলার আরজানকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে বলে জানা যায়।