এম এম হোসাইন:আসন্ন ২১ মে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়েছেন ১জন চেয়ারম্যান প্রার্থীসহ বাতিল হওয়া ৩ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২জন পুরুষ ভাইস চেয়ারম্যান মনোনয়নের বৈধতা ফিরে পেয়েছেন
(৩০ এপ্রিল) মঙ্গলবার বাতিল হওয়া ৫ প্রার্থী হাইকোর্টে রিট করে তাদের প্রার্থীতা ফিরে পান বলে জানিয়েছেন বাতিল হওয়া প্রার্থীরা। অপরদিকে, অনলাইনে ত্রুটির কারণে বাদ পড়া চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম নান্নুর প্রার্থীতার জন্য হাইকোর্টে রিট করে। হাইকোর্ট যাচাই-বাছাই শেষে রফিকুল ইসলাম নান্নুর মনোনয়ন কাগজপত্র জমা নেয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করে। আজ হাইকোর্টের নির্দেশে রফিকুল ইসলাম নান্নুও তার মনোনয়নপত্র ফিরে পেয়েছেন।
জানাগেছে, আগামী ২১ মে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সোনারগাঁয়ের উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, বর্তমান ভাইস চেয়ারম্যান বাবুল ওমর, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুম চৌধুরী, সোনারগাঁ উপজেলা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আজিজুল ইসলাম মুকুল, সোনারগাঁ পল্ট্রি এসোসিয়েশন সোনারগাঁ শাখার সভাপতি ও ছাত্র নেতা জহিরুল ইসলাম খোকন, সোনারগাঁ শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক সভাপতি আবুল ফয়েজ শিপন ও কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ মাহবুব আলম মনোনয়নপত্র দাখিল করেছেন।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, জেলা পরিষদের সাবেক সদস্য এডভোকেট নুরজাহান, আওয়ামীলীগ নেত্রী শ্যামলী চৌধুরী ও হেলেনা বেগম মনোনয়ন দাখিল করেছিলেন।
গত (২৩ এপ্রিল) মঙ্গলবার সকাল এগারোটার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে ৩জন চেয়ারম্যান প্রার্থীসহ ৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করে বাকি ২ জন পুরুষ ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঋনের কারনে প্রার্থীতা বাতিল করা হয়। এরপর বাতিল হওয়া মনোনয়ন প্রার্থীরা ফের নির্বাচন রিটানিং অফিসারের কাছে তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে আজ ৩০ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই শেষে বাতিল হওয়া প্রার্থীদের মনোনয়ন ফের বাতিল ঘোষনা করে। পরে আজ ৩০ এপ্রিল মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হাইকোর্টে আপিল করলে হাইকোর্ট তাদের মনোনয়ন বৈধ ঘোষনা করে।