বাঘা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জনের মনোনয়নপত্র দাখিল

169

তন্ময় দেবনাথ:

রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ বৃহস্পতিবার বাঘা উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন… বর্তমান চেয়ারম্যান এডভোকেট লায়েব উদ্দিন লাভলু, মোঃ রোকানুজ্জামান রিন্টু, ও শাহিনুর রহমান পিন্টু।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস, মোঃ কামরুজ্জামান নিপন, ও মেহেদী হাসান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে.. বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খাতুন লতা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা দিল আফরোজ,ও রিনা খাতুন।

বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে বাঘা উপজেলা সহকারী নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন পার্থীরা অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছে,পার্থীদের অনেকেই হার্ডকপি দাখিল করেন। এ উপজেলায় মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১২ মে. মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে এবং ভোট গ্রহন ৫ জুন । উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৬৬৩ জন। এর মধ্যে পুরুষ ৮৩ হাজার ০০৭ এবং মহিলা ৮২৬৫৬ হাজার ৬৫৬ জন।