অবৈধ সম্পদের মামলায় সাবেক এমপি গিয়াস কারাগারে

274


মোঃ মোক্তার হোসাইন বিশেষ প্রতিনিধি

দুর্নীতির মামলায় আত্মসমর্পণ করার পর নারায়নগঞ্জের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার (১২ মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যাত্রাবাড়ী থানার নাশকতার মামলায় তাকে আদালতে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে এক কোটি ৪১ লাখ ৮৬ হাজার ৯৩১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করে নিজের ভোগ-দখলে রাখার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন আশির দশকে জাতীয় পার্টি করতেন।

৯০ এর দশকে তিনি আওয়ামী লীগে যোগ দেন। ২০০১ সালে মনোনয়ন চেয়ে না পেয়ে আওয়ামী লীগ ছাড়েন তিনি। এরপর তিনি যোগ দেন বিএনপিতে। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে জয়ী হয়েছিলেন নারায়নগঞ্জের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন। তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি।