জনসেবায় নিয়োজিত পুলিশ তুমি কার ??

778

মোঃ মিঠু আহম্মেদ নারায়ণগঞ্জ:- বাংলাদেশের আইন আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য নিয়োজিত বাংলাদেশ পুলিশের ভূমিকা সর্বদাই ছিলো অন্যতম। আশির দশকের পর থেকেই বাংলাদেশে সাফল্যের স্থান করছে বাংলাদেশ পুলিশ বাহিনির সদস্যরা।জাতিসংঘের পরিচালিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাজে ও বাংলাদেশ পুলিশ বাহিনির সদস্যরা নিজেদের অবস্থান করছেন বেশ সুনাম সঙ্গেই। বাংলাদেশ পুলিশের এতো সব প্রশংসার মধ্যে দিও কিছু কিছু জায়গায় বাংলাদেশ পুলিশের কার্যক্রমে হঠাৎই দেখা যায়  অনৈতিকতা ও অপরাধমূলক কর্মকার এমনটাই দেখা মেলে নারায়ণগঞ্জ জেলা এলাকায় বন্দর থানায়  নিয়োজিত একজন পুলিশের এসআই সামাদ কে ।নারায়ণগঞ্জ বন্দর থানা এলাকার একজন নিরীহ ভুক্তভোগী তার উপর সন্ত্রাসীদের হামলা ও সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার বিষয়ে অভিযোগ দায়ের করার পর অভিযোগের দ্বায়িত্ব পান নারায়ণগঞ্জ বন্দর থানা পুলিশের এসআই এসআই সামাদ। অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করার পরেও অভিযোগে উল্লেখিত হামলাকারীদের গ্রেফতার না করে এক ধরনের ঘড়িমশি শুরু করে এসআই সামাদ। ভুক্তভোগী নিজের জীবন ও পরিবারের সদস্যদের সন্ত্রাসীদের হামলার ভয়ে বার বার এসআই সামাদ কে কল করে ও বন্দর থানায় হাজির হয়ে ও কোনো ধরনের প্রতিকার না পেয়ে এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে দেখা করেন সে সময় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই সামাদ কে ডেকে অভিযোগের বিষয়ে জানেন ও উভয়পক্ষ কে থানায় ডেকে বিষয়টি সমাধানের জন্য নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ে অভিযোগ কারি ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা নারায়ণগঞ্জ বন্দর থানায় উপস্থিত হওয়ার পরেও অনুপস্থিত ছিলেন সন্ত্রাসী হামলাকারীরা বার বার অভিযুক্ত ব্যক্তিদের মোবাইল ফোনে যোগাযোগ করতে দেখা যায় সে সময় এসআই সামাদ কে তার কিছু সময় পর এসআই সামাদ ভুক্তভুগী নিরীহ ব্যক্তিকে বলেন আজকে তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারনে আসতে পারেন নি এই কথা বলার পর আবার সময় নির্ধারন করে দিলেন ও চলে যেতে বললেন । পর্বতীতে নির্ধারিত সময়ের মধ্যেই অভিযোগ কারি নিরীহ আলমগীর নারায়ণগঞ্জ বন্দর থানায় হাজির হন কিন্তূ সে সময় দেখা যায় এসআই সামাদের অন্য আরেক রুপ ।যথাসময়ে উপস্থিত হয়ে যখন ভুক্তভোগী দেখেন আজ ও সন্ত্রাসী বাহিনীর কোন সদস্য নারায়ণগঞ্জ বন্দর থানায় হাজির হন নি তখন এ বিষয়ে এসআই সামাদ কে জিজ্ঞেস করলে উত্তরে এসআই সামাদ বলেন তারা এসেছিলেন আপনারা আসতে দেরি হওয়ার কারনে তারা চলে গেছেন আপনারা চলে যান ।এসআই সামাদের এমন উত্তরের জবাব হিসেবে বলেন সে দিন যখন আমরা নিজেদের সকল কাজ রেখে নারায়নগজ্ঞ বন্দর থানায় দুই ঘন্টা বসে ছিলাম তখন দেখি আপনি তাদের বার বার মোবাইল ফোনে কর করেও আনতে পারেন নি তাহলে আজ আপনার কথা মতো তারা আগেই এসেছিলেন তাহলে আমদের কেনো আপনি কল করে জানালেন না ।
এখন এই সব কিছু দেখার পর ভুক্তভুগী আলমগীর প্রতিবেদক কে বলেন বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনি পরিচালিত হয় আমাদের মতো নিরীহ বাংলাদেশের জনগণের অর্থেই। আমাদের অর্থে পরিচালিত পুলিশ সদস্যরা আমাদের জীবনের নিরাপত্তার জন্য এখন আর কিছুই করেন না তারা শুধুমাত্র টাকা নিয়ে নিরীহ মানুষের অভিযোগের আসামীদের নিরাপত্তা দিয়ে আমাদের মতো মানুষদের হয়রানি করে থাকেন ।
আমি আমার উপর হামলার সঠিক বিচার পাওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহদয়ের দৃষ্টি আকর্ষন করার অনুরোধ করছি ।ও এসআই সামাদের এমন অসাধু আচরণের সঠিক বিচার কামনা করছি ।