নিজস্ব প্রতিনিধিঃ সাংবাদিক সুলতান মাহমুদের নামে অপ-প্রচার ও মানহানি বিচার চেয়ে মতিঝিল থানায় জিডি করেন। যার নং ৭৪৪ তারিখ ১২/০৫/২৪ ইং। থানার জিডি হুবহুব তোলে ধরে হলঃ
আমি সাংবাদিক সুলতান মাহমুদ পিতাঃ মৃত চান মিয়া সরকার, হোল্ডিং ০১, মাহমুদপুর( আরাফাত নগর),ভুইগড়, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, সম্পাদক দপ্তরবার্তা ও সময়েরচিন্তা, সিনিয়র স্টাফ রিপোর্টার অপরাধ বিচিত্রা আপনার থানায় এসে এই মর্মে সাধারন ডায়েরী করিতেছি যে, নাজমা সুলতানা ববি, পিতাঃ আনোয়ার হোসেন, মাতাঃ সখিনা খাতুন এনআইডি নং ৭৩৪৫৯২১২৪৬ ঠিকনাঃ হোল্ডিং ২১৬/৭, মাদ্রাসা গলি, ডাকঘরঃ রায়ের বাজার-১২০৯, মোহাম্মদপুর, ঢাকা উওর সিটি কর্পোরেশন , ঢাকা হালে, নীচ তলা (মহিউউদিনে বাড়ীড় ভাড়াটিয়া) মেম্বার গলি, আরশি নগর, কেরানীগঞ্জ মডেল থানা, ঢাকায় বসে তার ফেসবুক আইডি নাজমা সুলতানা থেকে লাইভে গিয়ে মাসুদুর রাহমান দিপু পিতাঃ মাহবুবুর রহমান সাং- সমবায় মার্কেট (৫ম তলা) চাষাড়া, নারায়ণগঞ্জ ও মান্নার ভুইয়া পিতাঃ আবদুল হান্নান, মাধুবী লতা প্লাজা (৪র্থ তলা), চাষাড়া এদের সাথে হাত মিলিয়ে মান্নান ও দিপুর কথামত আমার নামে নানা রকমের আজেবাজে কথা, মামলার হুমকি, মিথ্যা অপবাদ, আকথা-কুকথা রটাচ্ছে যা আমার ও আমার পত্রিকায় কর্মরত সকলের মানহানী হচ্ছে এবং আমার ব্যবসায়ী ক্ষতি হচ্ছে।মান্নান ও দিপু তাদের ফেসবুক ফেক আইডি
ও
দিয়ে নাজমার মিথ্যা পোষ্টগুলি শেয়ার করে আমার পরিচিত বন্ধুদের ইনবক্সে ও তাদের ট্যাগ করে ফেসবুকে।মান্নান , দিপু ও নাজমা আমাকে হত্যার করা ও অপহরনের হুমকি দিচ্ছে, মিথ্যা নারী নির্যাতনের মামলার হমকি দিচ্ছে। তাদের এই অপ-প্রচারে আমার ও আমার পত্রিকার মান-সম্মান হানি ও ব্যবসায়ীক ক্ষতির সম্মুক্ষে।