নাজমা, দিপু ও মান্নানের বিরুদ্ধে থানায় জিডি

161

নিজস্ব প্রতিনিধিঃ সাংবাদিক সুলতান মাহমুদের নামে অপ-প্রচার ও মানহানি বিচার চেয়ে মতিঝিল থানায় জিডি করেন। যার নং ৭৪৪ তারিখ ১২/০৫/২৪ ইং। থানার জিডি হুবহুব তোলে ধরে হলঃ

আমি সাংবাদিক সুলতান মাহমুদ পিতাঃ মৃত চান মিয়া সরকার, হোল্ডিং ০১, মাহমুদপুর( আরাফাত নগর),ভুইগড়, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, সম্পাদক দপ্তরবার্তা ও সময়েরচিন্তা, সিনিয়র স্টাফ রিপোর্টার অপরাধ বিচিত্রা আপনার থানায় এসে এই মর্মে সাধারন ডায়েরী করিতেছি যে, নাজমা সুলতানা ববি, পিতাঃ আনোয়ার হোসেন, মাতাঃ সখিনা খাতুন এনআইডি নং ৭৩৪৫৯২১২৪৬  ঠিকনাঃ হোল্ডিং ২১৬/৭, মাদ্রাসা গলি, ডাকঘরঃ রায়ের বাজার-১২০৯, মোহাম্মদপুর, ঢাকা উওর সিটি কর্পোরেশন , ঢাকা  হালে, নীচ তলা (মহিউউদিনে বাড়ীড় ভাড়াটিয়া) মেম্বার গলি, আরশি নগর, কেরানীগঞ্জ মডেল থানা, ঢাকায় বসে তার ফেসবুক আইডি নাজমা সুলতানা 441146709_472033238590459_672891653271181736_n.jpg থেকে লাইভে গিয়ে মাসুদুর রাহমান দিপু পিতাঃ মাহবুবুর রহমান সাং- সমবায় মার্কেট (৫ম তলা) চাষাড়া, নারায়ণগঞ্জ ও মান্নার ভুইয়া পিতাঃ আবদুল হান্নান, মাধুবী লতা প্লাজা (৪র্থ তলা), চাষাড়া এদের সাথে হাত মিলিয়ে মান্নান ও দিপুর কথামত আমার নামে নানা রকমের আজেবাজে কথা, মামলার হুমকি, মিথ্যা অপবাদ, আকথা-কুকথা রটাচ্ছে যা আমার ও আমার পত্রিকায় কর্মরত সকলের মানহানী হচ্ছে এবং আমার ব্যবসায়ী ক্ষতি হচ্ছে।মান্নান ও দিপু তাদের ফেসবুক ফেক আইডি 441025587_411596954969124_6009709398467546101_n.jpg ও438293802_1143055400074166_6048355574695153455_n.jpgদিয়ে নাজমার মিথ্যা পোষ্টগুলি শেয়ার করে আমার পরিচিত বন্ধুদের ইনবক্সে ও তাদের ট্যাগ করে ফেসবুকে।মান্নান , দিপু ও নাজমা আমাকে হত্যার করা ও অপহরনের হুমকি দিচ্ছে, মিথ্যা নারী নির্যাতনের মামলার হমকি দিচ্ছে। তাদের এই অপ-প্রচারে আমার ও আমার পত্রিকার মান-সম্মান হানি ও ব্যবসায়ীক ক্ষতির সম্মুক্ষে।