নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ ডিবির দুর্নীতিবাজ এসআই সাফি ও সোনারাগা থানার এস আই ফিরোজের বিচার নিয়ে গড়িমশি চলছে বলে জানা যায়। সাংবাদিক সুলতান মাহমুদের অভিযোগের ভিত্তিতে দুর্নীতিবাজ এসআই সাফি ও ফিরোজের বিচার হবে কি? প্রশ্ন সাংবাদিক মহলে ও জনমনে। ঢাকা রেঞ্জ ডিআইজির নিকট অভিযোগের ভিত্তিতে ঘুষখোর ডিবির এসআই শফিউদ্দিন সাফি ও সোনারগাঁ থানার এসআই ফিরোজের বিরুদ্ধে এই বিচার কার্য শুরু হলেও ফলাফল দেখা যাচ্ছে না।
পুলিশ সুপার কার্যালয় নারায়নগঞ্জ এর স্মারক নং ৮৪৯/অপরাধ, তারিখ ১২/০২/২৪ খ্রিঃ রেঞ্জ ডিআইজির কার্যালয়, ঢাকা এর স্মারক নং প্রসিঃ/১৭-২৪/৫(২)নোঃ ব্যঃ(অংশ-০১)/১৫৫৯,তারিখ ম০৭/০২/২৪ খ্রি ভিত্তিতে সাংবাদিক সুলতান মাহমুদ নোটিশ পেয়ে তার জবাব প্রেরন করেন। স্বাক্ষীর জবাবে তিনি বলেন, সুত্রঃ সোনারগাঁ থানার মামলা নং ৩১(০৮)২৩ নারায়নগঞ্জ সদর থানার মামলা নং ৩১(১০)২৩ বিষয়ঃ পুর্ব শত্রুতা ও সংবাদ প্রকাশের জেরে ষড়যন্তমুলকভাবে, অন্যের প্ররোচনায় ও অনৈতিক সুবিধা পেয়ে এবং উদ্দেশ্য প্রনিত মামলা থেকে নিম্মস্বাক্ষরকারীর নাম প্রত্যাহার করে দোষীদের বিচার করার আবেদন করেন।
ডিবির এস আই সফিউদ্দিন সাফি অনৈতিক সুবিধা পেয়ে ৬ নভেম্বর রাত ১১টায় জামতলা থেকে স্যার কথা বলবে বলে ডিবি অফিসে নিয়ে নারায়ণগঞ্জ সদর থানার মামলা নং ৩১ তারিখ ৩০/১০/২৩ ইং নিম্মস্বাক্ষরকারী সাংবাদিক সুলতান মাহমুদের নাম অন্তর্ভুক্ত করে কোর্টে চালান করে। সমাজে হেয় পতিপন্ন ও আর্থিক ক্ষতিগ্রস্ত করার জন্য এই অপকর্ম করেছে ডিবির এস আই সাফি।স্মার্ট ফোন ক্লোন করে সমস্ত ডকুমেন্ট কপি করে রেখেছে, অনেক ব্যবসায়ী ফাইল গায়েব করে দিয়েছে এবং বাটন মোবাইল থেকে অডিও রেকড ডিলিট করেছে্ দুর্নীতিবাজ এস আই সাফি।
এব্যাপারে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন প্রতিবেদককে বলেন, আমি ট্রেনিং আছি এসে আপডেট জানাব। পুলিশ সুপার গোলাম মোস্তাফাকে কল করলে তিনি কল ধরেন নাই।