ভোটকেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা

111


মাহমুদুল হাসান নকলা প্রতিনিধি:

কবুতরমারি পূর্বপাড়া সুরুজ মিয়ার নাতনী মিষ্টার এর কন্যা মুন্নি (৪) ২১ মে মংগলবার সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেছে।

২১ মে রোজ মংগলবার সকালে এই মেয়েটি তার মায়ের সাথে বাউসা কবুতরমারী কেন্দ্রে ভোট দিয়ে আসার সময় কবুতরমারি মিলন বাজার পুরাতন মসজিদের নিকটবর্তী এসে মেয়েটি তাদের গাড়ি থেকে ছিটকে পড়ে গিয়ে এক্সিডেন্ট করে। তারপর তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যার সময় মেয়েটি মারা গেছে
“ইন্না নিল্লাহি ওয়া ইনা ইলাহি রাযিউন””

তাহার আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছি তার পরিবার। যেনো আল্লাহ্ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন- আমিন।