মাধবপুরে ২০ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ গ্রেফতার:২

57


মোঃ জমির আলী:

হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আক্তার হোসেন, বিপিএম-সেবা এর নির্দেশনায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে গত ২৯,মে,২০২৪ইং তারিখ ২৩:৫৫ ঘটিকার সময় ১। মোঃ হৃদয় মিয়া (২৫) পিতা-মোঃ মহসিন মিয়া, মাতা-মোছাঃ মাজেদা খাতুন সাঃ-তুলশীপুর, ২নং চৌমুহনী ইউ/পি ২। মোঃ দীন ইসলাম @ শফিকুল ইসলাম (২৪) পিতা-মোঃ ফুল মিয়া, মাতা-মোছাঃ রাবেয়া খাতুন, সাং-কালিকাপুর, ১নং ধর্মঘর ইউ/পি, উভয় থানা-মাধবপুর, জেলা- হবিগঞ্জদের আটক করা হয়।
উপস্থিত সাক্ষীদের সামনে আটক আসামীদের মোটর সাইকেলের বসার মধ্যখানে রাখা ১(এক)টি কালো রংয়ের কাপড় দ্বারা বাধা গাট্টিতে খাকী রংয়ের কসটেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো ০৪ (চার) প্যাকেট গাঁজা, প্রতি প্যাকেটে ০৫ (পাঁচ) কেজি করে মোট ২০ (বিশ) কেজি গাঁজা এবং একটি পুরাতন রেজিস্ট্রেশন বিহীন লাল রংয়ের Apache RTR TVS, 150 সিসি মোটর সাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।