নিজস্ব প্রতিনিধি : বাবার ভালবাসার নেই কোন তুলনা, বাবা বাবাই।
নিজের বাবা ছাড়া এ পৃথিবীতে কোন মেয়ে মানুষকে কোন পুরুষই নিঃস্বার্থ ভালোবাসতে পারে না অথচ বাবা পাগল মেয়ে গুলো বাবাকে খুঁইয়ে বসে নিজের বাবার প্রতিচ্ছবির মতন কোন পুরুষ মানুষকে খুঁজে । তার অভিযোগ ও অনুরাগ বোঝার জন্য চায় তার বাবার মতন কেউ আগলে রাখুক। সে মেয়ে যখন কাউকে খুঁজে পায় কিংবা বিশ্বাস করে সে তার বাবার মতনই মততা ও কেয়ার করবে । তখন সে মেয়ে সে পুরুষটকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে ও তাকে ভালোবাসে ।
কিন্তু দিন শেষে যখন দেখে পুরুষটি দশটা সাধারন পুরুষের মতনই তখন সে বিরাট ভুলের জন্য অনুশোচনা নিজের কাছে করে বসে।
সে ভেবে নিয়েছিলো হয়তাবা সে পুরুষটি তাকে তার বাবার মতন না হলেও , সামান্য কিছুটা আগলে নিবে । তখন যদি সে মেয়েটার উপলব্ধি ভুল প্রমানিত হয় সে দুইটা কষ্ট পায় , প্রথমত সে পুরুষটাকে তার বাবার মতন না হলেও , সামন্য স্নেহ দেওয়া পুরুষটাকে আপন ভেবে নিজের মনে করে অনেক আশা করে বসে , সে আশাহত হয়ে ভেঙ্গে যায় । দ্বিতীয়ত আমৃত্যু আর কোন পুরুষকে সে বিশ্বাস করতে পারে না , যে কোন পুরুষ তাকে ভালোবাসতে পারে । সে অবশেষে নিজের ভিতরে নিজেকে গুটিয়ে নেয়
~নদী