নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

204

মোঃ মোক্তার হোসাইন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোমবার (২৪ জুন) বিকেলে সোনারগাঁ রয়েল রিসোর্টে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম।

মতবিনিময় সভায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম সোনারগাঁয়ের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে সাংবাদিকদের মতামত চান এবং উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় সাংবাদিকরা নবনির্বাচিত চেয়ারম্যানের নিকট সোনারগাঁয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং এ বিষয়ে সমাধান দেওয়ার আশ্বাস দেন।

নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান কালাম বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। সোনারগাঁয়ের জনগণ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তাদের মূল্যবান ভোটে তাকে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তব্যে তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সোনারগাঁ গড়ে তোলা এবং স্থানীয় সংসদ সদস্যের সাথে সমন্বয় করে সোনারগাঁয়ের উন্নয়নে কাজ করার অঙ্গিকার করেন তিনি।
এছাড়া সোনারগাঁয়ের পর্যটন ও শিক্ষার উন্নয়নে কাজ করার জন্য প্রতিশ্রুতি দেন নবনির্বাচিত চেয়ারম্যান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।